08-06-2024এতদ্বারা নিজকুন্জরা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পুনরায় অংশগ্রহন করতে চাইলে, অবশ্যই যত দ্রুত সম্ভব-স্কুলে ভর্তি হতে হবে এবং স্কুলের আভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নিয়মিত, অনিয়মিত সকল ছাত্র ছাত্রীকে অতিসত্বর ক্লাসে আসতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যথায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। এ বিষয়ে শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নাই।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
নিজকুন্জরা উচ্চ বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী।